গাজীপুরে চীনা কারখানার গুদামে অগ্নিকাণ্ড

গাজীপুর নগরীতে এক চীনা ব্যাটারি কারখানার গুদামের অগ্নিকাণ্ড ঘটেছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2020, 04:37 PM
Updated : 4 August 2020, 04:37 PM

মঙ্গলবার রাতে নগরীর জরুন এলাকায় ডং অও লিমিটেড নামের এক ব্যাটারি কারখানার গুদামের অগ্নিকাণ্ড প্রায় এক ঘণ্টার চেষ্টায় নেভায় ফায়ার সার্ভিস।

কাশিমপুর মিনি ফায়ার স্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. মিরাজুল ইসলাম জানান, রাত ৮টার দিকে ব্যাটারি তৈরির ওই চীনা কারখানার গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

প্রথমে কারখানা কর্তৃপক্ষ আগুন নেভানোর চেষ্টা চালায় এবং ফায়ার স্টেশনে খবর দেয়। খবর পেয়ে কাশিমপুর মিনি ফায়ার স্টেশনের একটি ইউনিটের কর্মীরা রাত সোয়া ৮টার দিকে ঘটনাস্থলে গিয়ে সোয়া ৯টার দিকে আগুন নেভান। এরআগে সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা বলে জানান তিনি।

“আগুনে গুদামে রাখা ব্যাটারির কেসিং এবং কার্টন পুড়েছে। তবে কেউ হতাহত হননি।”

আলামত দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকেই ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।