রামুতে ট্রাকচাপায় শিক্ষকসহ নিহত ২

কক্সবাজারের রামুতে ট্রাকের চাপায় পথচারী এক কলেজ শিক্ষকসহ দুইজনের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরেক শিক্ষক।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2020, 04:02 AM
Updated : 29 July 2020, 04:10 AM

বুধবার সকাল ৬টায় উপজেলার জোয়ারিয়ারনালা এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে রামু থানার পরিদর্শক (ওসি) মো. আবুল খায়ের জানান।

নিহতরা হলেন- কক্সবাজার সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শফিউল আলম (৫৫) ও রামুর জোয়ারিয়ারনালা ইউনিয়নের সিকদার পাড়ার নূর আহম্মদ সিকদারের ছেলে মাহবুব মোর্শেদ আমিন (৫৬)।

এ ঘটনায় আহত জোয়ারিয়ানালা এইচএম সাঁচী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বোরহান উদ্দিন (৫৫) কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, প্রতিদিনের মত ভোরে স্থানীয় মসজিদ থেকে নামাজ পড়ে বেরিয়ে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পাশ দিয়ে হাঁটাহাটি করছিলেন শফিউল। এ সময় কক্সবাজার শহরের দিক থেকে আসা মাছ বোঝাই একটি মিনি-ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শফিউলসহ তিনজনকে চাপা দেয়।

“এ সময় মাহবুব ঘটনাস্থলেই মারা যান এবং আহত হন আরও দুই জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগের চিকিৎসকেরা শফিউলকে মৃত ঘোষণা করেন।”

ঘটনার পরপরই ট্রাক ফেলে চালক ও তার সহকারী পালিয়ে গেছে জানান ওসি খায়ের।