পঞ্চগড়ে করোনাভাইরাসে আরেকজনের মৃত্যু

পঞ্চগড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরেকজন মারা গেছেন। এ নিয়ে জেলায় কোভিড-১৯ সংক্রমণে পাঁচ জনের মৃত্যু হলো।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2020, 01:36 PM
Updated : 26 July 2020, 01:36 PM

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসিনুর রহমান জানান, রোববার দুপুরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত হরিশ চন্দ্র রায় (৫০) দেবীগঞ্জ উপজেলার সোনাহার কুনথুলিপাড়ার বাসিন্দা।

করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হওয়ার আগে থেকে তিনি যক্ষায় ভুগছিলেন বলে চিকিৎসক জানিয়েছেন।     

প্রয়াত হরিশ চন্দ্র রায়ের ভাই শান্ত কুমার রায় জানান, যক্ষার চিকিৎসা করাতে গেলে গত ১৮ জুলাই রংপুরে হরিশের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। ২১ জুলাই শ্বাসকষ্ট নিয়ে তাকে পঞ্চগড় ডেডিকেটেড করোনাভাইরাস হাসপাতালে ভর্তি করা হয়।

“শনিবার তার শ্বাসকষ্ট মারাত্মকভাবে বেড়ে যায়। বিকালে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রোববার দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।”

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এর আগে পঞ্চগড়ের বিভিন্ন উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও চার জনের মৃত্যু হয়। এর মধ্যে সদর উপজেলায় দুইজন, দেবীগঞ্জে একজন ও বোদা উপজেলায় একজন মারা যান।