ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে ও পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্র ও রাণীশংকৈল উপজেলায় পানিতে ডুবে এক শিশু মারা গেছে।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2020, 02:33 PM
Updated : 19 July 2020, 02:33 PM

রোববার পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের হাটপাড়া গ্রামে ও রাণীশংকৈল পৌরসভার দক্ষিণ সন্ধ্যারই গ্রামে এ দুটি ঘটনা ঘটে।

বজ্রপাতে নিহত ফারাদুল ইসলাম (১২) পীরগঞ্জের হাটপাড়া গ্রামে লতিফুর রহমানের ছেলে। সে হাটপাড়া আইডিয়াল কেজি স্কুলের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। পানিতে ডুবে মৃত মোহাম্মদ হোসাইন (৩) রাণীশংকৈলের দক্ষিণ সন্ধ্যারই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সকালে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে ফারাদুলদের বাড়ির আঙিনায় পানি জমে। জমে থাকা পানি বের করার জন্য কোদাল নিয়ে নালা তৈরি করছিল সে। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে ফারাদুল মারা যায়।

রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান বলেন, বসতবাড়িতে মাটি ভরাট করার জন্য বাড়ির পাশেই একটি গর্ত করেছিলেন ইসমাইল হোসেন। রোববার দুপুরে সেই গর্তে তিন বছরের শিশু মোহাম্মদ হোসাইন পড়ে যায়।  পরে পরিবারের লোকজন তার লাশ উদ্ধার করে।