করোনাভাইরাস: উপসর্গ নিয়ে ‘আজকের সাতক্ষীরার’ সম্পাদকের মৃত্যু

দৈনিক আজকের সাতক্ষীরার সম্পাদক-প্রকাশক মহসিন হোসেন বাবলু করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন।

সাতক্ষীরা প্রতিনিধি.বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2020, 08:00 AM
Updated : 19 July 2020, 08:00 AM

রোববার ভোরের দিকে তিনি সাতক্ষীরা শহরের রসুলপুর মেহেদীবাগের বাড়িতে মারা যান বলে জেলার সিভিল সার্জন হুসাইন শাফায়াত জানান।

তিনি বলেন, বাবলুর করোনাভাইরাসের উপসর্গ ছিল। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে হার্টের চিকিৎসা নিচ্ছিলেন। ভোরে বুকে ব্যথার কথা বললে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাবলুর স্ত্রীরও করোনাভাইরাসের উপসর্গ রয়েছে। তিনি সাতক্ষীরা সদর হাসপাতালের জ্যেষ্ঠ স্টার্ফ নার্স। তারা দুইজনই বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন।

সিভিল সার্জন বলেন, স্বাস্থ্য বিভাগের রীতিনীতি মেনে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। আর তার বাড়ি অবরুদ্ধ করার প্রস্তুতি চলছে।

রোববার পর্যন্ত সাতক্ষীরায় করোনাভাইরাসে আক্রান্ত ১২ জন আর উপসর্গ নিয়ে ৩৪ জন মারা গেছেন বলে জানান সিভিল সার্জন।