শেরপুরে এক সহকারী কমিশনার করোনাভাইরাস আক্রান্ত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2020, 02:30 PM
Updated : 16 July 2020, 02:30 PM

বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, সহকারী কমিশনারসহ তিনজন করোনাভাইরাস আক্রান্ত হয়েছে; এ তিনজন নিয়ে জেলায় মোট ২৮৫ জন আক্রান্ত হলেন।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সিতা বিশ্বাস ছাড়া নকলা উপজেলার অপর দুই বাসিন্দার করোনাভাইরাস শনাক্ত হয়।

শেরপুরের সিভিল সার্জন ডা. আনওয়ারুর রউফ জানান, সহকারী কমিশনার (ভূমি) সিতা বিশ্বাস বর্তমানে তার বাসায় ‘আইসোলেশনে’ রয়েছেন। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তার চিকিৎসার বিষয়টি তদারক করা হচ্ছে।

বুধবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে শেরপুরের ১৭টি নমুনা এ তিনজনের কোভিড-১৯ পজিটিভ  আসে বলে জানান তিনি।

সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য বুলিটিনে আরও জানানো হয়, এ পর্যন্ত জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ১০৪ জনের। এর মধ্যে ৩ হাজার ৯৭৪ জনের প্রতিবেদন পাওয়া গেছে। পরীক্ষা হওয়া নমুনার সাত শতাংশের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। আক্রান্তের সুস্থতার হার ৮৫ শতাংশ।