বগুড়া-১ আসনে আ. লীগের সাহাদারা জয়ী

বগুড়া-১ এর উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাহাদারা মান্নান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2020, 05:04 PM
Updated : 14 July 2020, 05:04 PM

মঙ্গলবারের এ নির্বাচনে তিনি ১ লাখ ৪৫ হাজার ৯৫৬ ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী ইয়াসির রহমতুল্লা পেয়েছেন ১ হাজার ২১২ ভোট বলে রিটার্নিং অফিসার জানিয়েছেন।

গত ১৮ জানুয়ারী আওয়ামী লীগের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান মারা যান। এত শূন্য হয়ে পড়া এ আসনে উপনির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন।

আওয়ামী লীগ প্রার্থী সাহাদারা মন্নানের জয়লাভ নিশ্চিত করে রিটার্নিং অফিসার মাহবুব আলম শাহ বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সাহাদারা মান্নান ১ লাখ ৪৫ হাজার ৯৫৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ইয়াসির রহমতুল্লা ১ হাজার ২১২ ভোট পেয়েছেন। 

এ নির্বাচনে প্রার্থী হন আওয়ামী লীগের প্রয়াত নেতা মান্নান স্ত্রী সাহাদারা মান্নান (নৌকা), বিএনপির একেএম আহসানুল তৈয়ব জাকির (ধানের শীষ), জাতীয় পার্টির মোকছুল আলম ( লাঙ্গল)। এছাড়া কয়েক মো. রনি ( বাঘ), নজরুল ইসলাম (বটগাছ), ইয়াসির রহমতুল্লা (ট্রাক)।

তবে নির্বাচন কমিশন ১৪ জুলাই নির্বাচন ঘোষণা করলে বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়।