যশোরে উপনির্বাচনে নৌকার জয়

যশোর-৬ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শাহীন চাকলাদার বেসরকারিভাবে  নির্বাচিত হয়েছেন।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2020, 04:02 PM
Updated : 14 July 2020, 04:02 PM

বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, নৌকা মার্কা নিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার ১ লাখ ২৪ হাজার ৩ ভোট পেয়ে বেসরকারিভাবে  নির্বাচিত হয়েছেন।

বিএনপি এ ভোট বর্জন করলেও ধানের শীষ প্রতীকে ২ হাজার ১২ ভোট এবং জাতীয় পার্টির লাঙল প্রতীকে ১ হাজার ৬শ ৭৮ ভোট পড়েছে বলে জানান তিনি।

এ আসনে ২ লাখ ৩ হাজার ১৮ জন ভোটারের মধ্যে ১ লাখ ২৯ হাজার ৬৭ জন ভোট দিয়েছেন। এর মধ্যে ১ হাজার ২৭৪টি ব্যালট বাতিল ঘোষণা করা হয় বলে জানান রিটার্নিং কর্মকর্তা।
করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ভোটার ও নির্বাচনী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রীর ব্যবস্থা রেখে সকাল থেকে বিকাল ৫টার পর্যন্ত ভোট গ্রহণ চলে।

এ উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে শাহীন চাকলাদার, বিএনপি থেকে আবুল হোসেন আজাদ ও জাতীয় পার্টি থেকে হাবিবুর রহমান প্রার্থী ছিলেন।

করোনাভাইরাসের কারণে ২৯ মার্চের নির্বাচন স্থগিত করা হয়। ৪ জুলাই নির্বাচন কমিশন ১৪ জুলাই নির্বাচনের নতুন দিন নির্ধারণ করে। তবে বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ধানের শীষের প্রার্থী। তবে ব্যালটে তিনি প্রার্থী থেকে যান।

গত ২১ জানুয়ারি যশোর-৬ আসনের এমপি ইসমাত আরা সাদেক মারা যাওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়।