করোনাভাইরাস: গোপালগঞ্জে পল্লি চিকিৎসকের মৃত্যু

গোপালগঞ্জের কাশিয়ানীতে করোনাভাইরাসে আক্রান্ত এক পল্লি চিকিৎসকের মৃত্যু হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2020, 12:58 PM
Updated : 10 July 2020, 12:58 PM

শুক্রবার সকাল সাড়ে ৭টায় তিনি উপজেলার রাজপাট গ্রামে বাড়িতে মারা যান বলে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কয়ূম তালুকদার জানিয়েছেন।

তিনি বলেন, গত ৩ জুলাই এই চিকিৎসকের করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে তিনি বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার সকালে তিনি নিজ বাড়িতে মারযান।

কিন্তু স্বজনরা এগিয়ে না আসায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদের সহায়তায় পারিবারিক শশ্মানে লাশ সৎকার করা হয়। এতে ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষিত একজন ও চার স্বেচ্ছাসেবক অংশ নেন।

জেলার সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ জানান, শুক্রবার সকাল পর্যন্ত জেলায় ৫৯৯০টি নমূনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে পজিটিভ এসেছে ৯৫৩ জনের। তাদের মধ্যে মোট সুস্থ হয়েছেন ৫৫০ জন। মারা গেছেন ১৫ জন।