করোনাভাইরাস: শেরপুর সদর থানার ওসি আক্রান্ত

শেরপুর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনের কভিড-১৯ শনাক্ত হয়েছে।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2020, 06:28 AM
Updated : 3 July 2020, 06:28 AM

সিভিল সার্জন ডা. এ. কে. এম. আনওয়ারুর রউফ জানান, বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে শেরপুরের ৩৫ জনের নমুনা পরীক্ষায় শুধু ওসি মামুনের কভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। এর আগে একবার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস নেগেটিভ আসে।

এ নিয়ে জেলায় ২৬ পুলিশ সদস্যসহ মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৪৮ জনে দাঁড়াল। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২০১ জন এবং ৩ জন মারা গেছেন বলে জানান রউফ।

সিভিল সার্জন বলেন, জেলায় এ পর্যন্ত ৩ হাজার ৭৩১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে ৩ হাজার ৫৮৫ জনের নমুনা পরীক্ষা শেষে মোট ২৪৮ জনের আক্রান্তের বিষয়ে জানা গেছে।

আক্রান্তদের মধ্যে ২৬ জন পুলিশ, ৯ জন চিকিৎসক, ২ জন নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীসহ মোট ৪১ জন রয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে ২০১ জন বাড়ি ফিরেছেন।