করোনাবাইরাস: মুন্সীগঞ্জে প্রথম পুলিশের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মুন্সীগঞ্জ পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) উচ্চমান সহকারী মো. দুলাল শিকদার মারা গেছেন। জেলায় পুলিশ বিভাগে এ রোগে আক্রান্ত হয়ে এটাই প্রথম মৃত্যু।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2020, 10:37 AM
Updated : 27 June 2020, 11:34 AM

শুক্রবার রাত সাড়ে ১১টায় ঢাকার রাজারবাগ পুলিশ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫২ বছর বয়সী ওই পুলিশ কর্মর্তার মৃত্যু হয় বলে মুন্সীগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন জানান।

মুন্সীগঞ্জ পুলিশ বিভাগে করোনাভাইরাসে এটিই প্রথম মৃত্যু জানিয়ে পুলিশ সুপার বলেন, মুন্সীগঞ্জে কর্মরত অবস্থায় গত ১৮ জুন দুলালের  কোভিড-১৯ শনাক্ত হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রাজারবাগ পুলিশ হাসাপাতালে ভর্তি করা হয়।

“শুক্রবার রাতে শারীরিক অবস্থার আরও অবনতি হলে রাত ১০টার দিকে তাকে লাইফ সার্পোটে নেওয়া হয়।”

দুলালের প্রথম করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসে; তাই তিনি স্বাভাবিক চলাফেরা করছিলেন বলে জানান এ ‍পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, ওই রিপোর্ট আসার কয়েকদিন পরই দুলালের আরেক সহকর্মীর করোনাভাইরাস শনাক্ত হয়। দুলাল তার সংস্পর্শে এলেও পরে আর পরীক্ষা করান নি। পরে দুলালের অস্বাভাবিক জ্বরসহ করোনাভাইরাসের বিভিন্ন উপসর্গ দেখা দিলে তিনি নমুনা পরীক্ষা করান এবং রিপোর্ট পজেটিভ আসে।

এছাড়া দুলালের আগে থেকেই তার অ্যাজমা সমস্যা ছিল, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় শ্বাসকষ্ট আরও বেড়ে যায়।”