সৎ মেয়েকে ‘ধর্ষণচেষ্টা’, শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ঢাকার সাভারে সৎ মেয়েকে ধর্ষণচেষ্টার মামলায় সড়ক পরিবহন শ্রমিক লীগের এক নেতাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2020, 02:34 PM
Updated : 26 June 2020, 03:42 PM

সাভার মডেল থানার এসআই আলমগীর হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।

গ্রেপ্তার রাজা মোল্লা (৩৮) সড়ক পরিবহন শ্রমিক লীগের আশুলিয়া শাখার সাধারণ সম্পাদক। তিনি শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা গ্রামের মালেক মোল্লার ছেলে।

বৃহস্পতিবার বিকালে তার বিরুদ্ধে সাভার মডেল থানায় সৎ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন তার স্ত্রী এবং ওই মেয়েটির মা।

পুলিশ জানায়, ২০১৩ সালে রাজা এই মেয়েটির মাকে বিয়ে করেন। তখন ওই নারীর প্রথম ঘরের এই মেয়ের বয়স ছিল পাঁচ বছর।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৫ মে রাতে প্রতিদিনের মতো ওই নারী মেয়েসহ রাজার সঙ্গে ঘুমাতে যান। মধ্য রাতে শৌচাগারে গেলে রাজা মোল্লা তার সৎ মেয়েকে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় তার চিৎকারে ওই নারী কক্ষে ফিরে তার মেয়েকে ধর্ষণের হাত থেকে রক্ষা করেন। এ ঘটনার পর রাজা মোল্লা তাদের ভয়-ভীতি দেখান।

এসআই আলমগীর হোসেন বলেন, “প্রাথমিক জিজ্ঞাসবাদে গ্রেপ্তার রাজা মোল্লা তার সৎ মেয়েকে ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করেছেন।”