কোভিড-১৯: জামালপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের ছেলের মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সাবেক এক ইউপি চেয়ারম্যানের ছেলে মারা গেছে।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2020, 09:36 AM
Updated : 26 June 2020, 09:36 AM

বৃহস্পতিবার রাতে বিনোদের চর গ্রামে নিজ বাড়িতে মকবুল হোসেন (৩০) মারা যান।

মকবুল উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমানের ছেলে।

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাম কুমার নন্দী বলেন, মকবুল হোসেন ঢাকায় থাকতেন। বুধবার সকালে জ্বর, ঠান্ডা নিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। বৃহস্পতিবার রাতে তাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়ায় মকবুলের এবং তার স্ত্রীরও নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান এ স্বাস্থ্য কর্মকর্তা।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আ স ম জামশেদ খোন্দকার বলেন, স্বাস্থ্যবিধি মেনে মকবুলের জানাজা ও দাফন করার জন্য ইসলামী ফাউন্ডেশনকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং বাড়ি লকডাউন করা হয়েছে।