সাতক্ষীরার বড়বাজারে পৌর খাজনা বাতিলের দাবি

সাতক্ষীরার বড়বাজারে খাজনা বাতিলের দাবিতে চাল বেচা-কেনা বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2020, 02:42 PM
Updated : 25 June 2020, 02:42 PM

বৃহস্পতিবার সারাদিন এ কর্মসূচি পালনের পর ব্যবসায়ীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের ‘ধর্মঘট’ অব্যাহত থাকবে।

বড়বাজার সুলতানপুর চাল ব্যবসায়ী সমিতির সভাপতি রুহুল আমিন বলেন, চাল ব্যবসায়ীরা ভ্যাট ট্যাক্স দিয়ে থাকে। এমন কী আদালতের রায়ও আছে তাদের পক্ষে।

“তারপরও স্থানীয় ইজারাদার তাদের চাল ক্রয়-বিক্রয়ে খাজনা নিচ্ছে। এর ফলে চালের ক্রেতা বিক্রেতা উভয়ই হয়রানির শিকার হচ্ছে।”

আন্দোলনে নেমে চাল ব্যবসায়ীরা ‘নিয়মতান্ত্রিক খাজনা বন্ধ করে দিয়েছে’ জানিয়ে ইজারাদার শুকুর আলী বলেন, “সাধারণ কোনো ক্রেতা ও বিক্রেতার কাছ থেকে কোনো টাকা নেওয়া হয় না। কেবলমাত্র পাইকারী ক্রেতাদের কাছ থেকে বস্তা প্রতি মাত্র দুই টাকা হারে নেওয়া হয় কিন্তু তারা [ব্যাবসায়ীরা] এ ব্যাপারেও বাধা দিচ্ছে।”

এ চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আজম খান মামুন জানান, ইজারাদারের হয়রানিতে তাদের ব্যবসার অনেক ক্ষতি হচ্ছে। এ সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত তারা ধর্মঘট অব্যাহত রাখবেন।

অনেক ক্রেতার মত বেলা সাড়ে ১১টার দিকে এ বাজারে চাল কিনতে যাওয়া এক হাবিবুল ইসলাম নামে এনজিওকর্মী জানান, ধর্মঘটে তার মতো বহু ক্রেতা সমস্যায় পড়েছেন।

এ বিষয়ে সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতী বলেন, উভয়পক্ষকে পৌরসভায় আহ্বান করার ব্যবস্থা করা হচ্ছে।

দ্রুত এ সমস্যার সমাধান হবে আশা তার।