অটোরিকশা চালকের সততায় উদ্ধার বিকাশের ৬১ লাখ টাকা

চাঁদপুরে অটোরিকশায় ফেলে যাওয়া বিকাশের ৬১ লাখ টাকা কয়েক ঘণ্টার মধ্যে পাওয়া গেছে।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2020, 04:30 PM
Updated : 21 June 2020, 04:30 PM

রোববার সন্ধ্যা ৭টার দিকে শহরের পুরানবাজার হরিসভা রোডে একটি গ্যারেজে টাকাগুলো পাওয়া যায় বলে চাঁদপুর মডেল থানার ওসি নাসিম উদ্দিন জানান।

চাঁদপুর মডেল থানার ওসি নাসিম উদ্দিন জানান, বেলা সাড়ে ১১টার দিকে চাঁদপুর পৌরসভা সংলগ্ন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সামনে থেকে ৬১ লাখ টাকা নিয়ে অটোরিকশায় করে জোড়পুকুর পাড়ে আসেন বিকাশের কর্মকর্তা মাসুদ।

“অটোরিকশার ভাড়া দিয়ে মনের ভুলে তিনি টাকা না নিয়ে নেমে যান।”

ওসি বলেন, এরপর টাকার মালিকের পক্ষ থেকে বিষয়টি থানায় জানানো হলে চাঁদপুর মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযানে নামে। সন্ধ্যা ৭টার দিকে ওই গ্যারেজ থেকে টাকাগুলো উদ্ধার করা হয়।

“অটোরিকশাটি জোড়পুকুর পাড় মসজিদের সামনে আসে। ওই এলাকার সিসি টিভি ফুটেজ দেখে অটোবাইক ও টাকার ব্যাগ শনাক্ত হয়।”

ওসি বলেন, উদ্ধারের পর টাকাগুলো মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। এই অটোরিকশা চালকের ‘সততায়’ খুশি হয়ে টাকার মালিক তাকে পুরস্কৃত করবেন বলে জানিয়েছেন।

অটোরিকশার চালক মো. সজীব বলেন, টাকাগুলো পেয়ে তিনি আতংকিত হয়ে পড়েন। টাকাগুলো ফেরত দিতে তিনি ঘটনাস্থল জোড়পুকুর পাড়ে প্রায় আধাঘণ্টা অপেক্ষা করেন। পরে টাকাসহ পুরানবাজার গ্যারেজে চলে যান।

“সেখানে গিয়ে গ্যারেজের মালিককে ঘটনা জানাই এবং টাকার ব্যাগটি সেখানে রাখি। পরে পুলিশ এলে দিয়ে দিই।”