নরসিংদীতে ট্রাক ছিনতাই চেষ্টা ব্যর্থ, গাড়ি-বাইক ফেলে পলায়ন

নরসিংদীতে সীসার পণ্য বোঝাই একটি ট্রাক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ হওয়ার পর একটি প্রাইভেট কার ও তিনটি মোটর সাইকেল ফেলে পালিয়েছে ছিনতাইকারীরা।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2020, 12:17 PM
Updated : 21 June 2020, 12:17 PM

রোববার দুপুরে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়ায় আবেদ টেক্সটাইলের সামনে এ ঘটনা ঘটে।

নরসিংদী সদর মডেল থানার ওসি সৈয়দুজ্জামান জানান, ওই ট্রাকে প্রায় ২০ লাখ টাকার মালামাল ছিল। ছিনতাইকারীদের ব্যবহৃত গাড়ি ও মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

শিবপুরের খাসের চরের থ্রি ব্রাদার্স নামের একটি কারখানা থেকে সীসার তৈরি পণ্য নিয়ে গাজীপুরের শ্রীপুরে যাচ্ছিল ট্রাকটি।

থ্রি ব্রাদার্সের অন্যতম মালিক মামুন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সীসা দিয়ে বিভিন্ন পণ্য তৈরি করি। এটিএম নামে শ্রীপুরের একটি কারখানার অর্ডার ছিল। তাদের মাল পৌঁছে দেওয়ার জন্য আমাদের ট্রাক যাওয়ার সময় ছিনতাইকারীর কবলে পড়ে।”

ওই ট্রাকের চালক আসাদ মিয়া (৪০) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘোড়াদিয়ায় আবেদ টেক্সটাইলের কাছাকছি পৌঁছালে তিনটি মোটরসাইল তার পথ আটকায়। পরে একটি প্রাইভেট কারও আসে।

“প্রতিটা মোটারসাইকেলে তিনজন করে মোট নয়জন ছিল। আর প্রাইভেটে ছিল ৫ জন। ঝামেলা হচ্ছে বুঝে আমি রাস্তা থেকে ট্রাক পাশের ক্ষেতের মধ্যে নামিয়ে দিই।”

এদিকে হট্টগোলের আওয়াজ পেয়ে আবেদ টেক্সটাইল থেকে কর্মীরা বেরিয়ে আসেন। পাশের গ্রাম থেকেও লোকজন এগিয়ে আসে।

এ পরিস্থিতিতে ছিনতাইকারীরা নিজেদের বাহন সেখানে ফেলেই পালিয়ে যায় বলে জানান ওসি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেট কার ও মোটরসাইকেলগুলো জব্দ করে থানায় নিয়ে যায় বলে জানান ওসি।

তিনি বলেন, “রহস্য উদঘাটনের জন্য ট্রাকের চালককেও আমরা জিজ্ঞাসাবাদ করছি। অপরাধী চক্রটিকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।”