পটুয়াখালীতে মৃত দুইজনের কোভিড-১৯ শনাক্ত

পটুয়াখালীতে উপসর্গ নিয়ে মৃত দুইজনের কোভিড-১৯ পরীক্ষায় পজেটিভ এসেছে।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2020, 05:00 AM
Updated : 21 June 2020, 05:00 AM

তাদের একজন সোনালী ব্যাংকের বাউফল শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা, যার বাড়ি উপজেলার বগা গ্রামে।

৫৮ বছর ও ৯০ বছর বয়সী এই দুই ব্যক্তি শনিবার মারা যান। তাদের একজন বাড়িতে আইশোলেসনে থাকা অবস্থায় এবং অন্যজন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে মারা যান।

বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা জানান, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনাভাইরাসে উপসর্গ নিয়ে মৃত্যু হওয়ায় ওই দুইজনের কোভিড-১৯ পরীক্ষা করা হয়। রোববার পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে। তাদের দুইজনেরই পজিটিভ এসেছে।

এই নিয়ে জেলায় মোট ২৪১ জনের কোভিড-১৯ শনাক্ত এবং মোট ১৩ জনের মৃত্যু হল বলে জেলার সিভিল সার্জন  মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।