মাগুরায় এমপি শিখরের নামে ভুয়া ফেইসবুক আইডি, মামলা

মাগুরা-১ (সদর) আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের নামে ফেইসবুকে ভুয়া  আইডি খুলে প্রতারণার অভিযোগে মামলা হয়েছে।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2020, 12:13 PM
Updated : 20 June 2020, 12:13 PM

সদর থানার ওসি জয়নাল আবেদিন জানান, জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান শনিবার তাদের থানায় এই মামলা করেন।

ফজলুর রহমান বলেন, করোনাভাইরাস মহামারীতে মানুষকে সহযোগিতার জন্য জেলা যুবলীগের পক্ষ থেকে একটি হটলাইন সার্ভিস চালু করেছেন তারা। সেখান থেকে সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের অর্থায়নে তারা মানুষকে খাবার ও বিভিন্ন স্বাস্থ্য-উপকরণ দিচ্ছেন।

ফজলুর রহমানের অভিযোগ, “সম্প্রতি আমাদের হটলাইন সার্ভিসকে বিতর্কিত করতে সাইফুজ্জামান শিখরের নামে ফেইসবুকে একটি ভুয়া আইডি খোলা হয়েছে। তারা সেখানে ডাচ্‌-বাংলা ব্যাংকের একটি হিসাব নম্বর, বিকাশ ও রকেট নম্বর দিয়ে অনুদান চেয়েছে।”

এর প্রতিকার চেয়ে তিনি এই মামলা করেছেন বলে জানান।

ওসি জয়নাল বলেন, এছাড়া একই ধরনের অভিযোগে সংসদ সদস্য শিখরের নামে আরও সাতটি ভুয়া আইডি খোলার অভিযোগে মাগুরা থানায় প্রতিকার চেয়ে পৃথক একটি মামলা করেছেন সংসদ সদস্যের অফিস সহকারী সোহেল রানা।