মেঘনায় ট্রলারের সঙ্গে লঞ্চের সংঘর্ষ

নারায়ণগঞ্জ সংলগ্ন মেঘনা নদীতে বালুবাহী ট্রলারের সঙ্গে সংঘর্ষে একটি লঞ্চের তলা ফুটো হয়ে গেছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 June 2020, 07:10 PM
Updated : 16 June 2020, 07:10 PM

মঙ্গলবার রাত ৮টার দিকে মুন্সীগঞ্জের প্রান্তে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার চর কিশোরগঞ্জ সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে পটুয়াখালীর রাঙ্গাবালিয়ার উদ্দেশ্যে সন্ধ্যা পৌনে ৬টার দিকে ছেড়ে আসে।

নৌ পুলিশকে উদ্ধৃত করে মুন্সীগঞ্জ সদর থানার ওসি আনিচুর রহমান বলেন, এমভি রাসেল-১ নামের লঞ্চটির সাথে মুন্সীগঞ্জের সীমানা সংলগ্ন সোনারগাঁ থানার চর কিশোরগঞ্জের মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। এতে লঞ্চের তলা ফুটো হয়ে যায়।

“লঞ্চের চালক বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে দ্রুত লঞ্চটি নোঙ্গর করেন। এতে প্রাণ রক্ষা পায় তিন শতাধিক যাত্রীর।”

মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ কবির হোসেন খান জানিয়েছেন, ঘটনাটি মুন্সীগঞ্জের মধ্যে নয়। কলাগাছিয়া নৌ পুলিশের সহযোগিতায় ট্রলার দিয়ে যাত্রীদের উদ্ধার করা হয়। পরে একই কোম্পানির অন্য একটি লঞ্চে যাত্রীদের রাঙ্গাবালিয়ার উদ্দেশ্যে তুলে নিয়ে যায়। এতে কেউ হতাহত হয়নি।