সাতক্ষীরায় জ্বর-শ্বাসকষ্ট নিয়ে দুই জনের মৃত্যু

‘করোনাভাইরাসের’ উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুই জনের মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2020, 02:30 PM
Updated : 15 June 2020, 02:53 PM

সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

প্রয়াতদের একজন (৭০) সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার এবং  অপরজন (৭৫) দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর এলাকার বাসিন্দা।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত ৮ জুন একজন এবং ১৪ জুন অপরজন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। এরপর সেখানে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে  একজন এবং সকালে অপরজন মারা যান।

“হাসপাতালে ভর্তি হওয়ার দিনই তাদের নমুনা সংগ্রহ করে খুলনা পিসিআর ল্যাবে পাঠানো হয়। তবে নমুনা পরীক্ষার রিপোর্ট এখনও পাওয়া যায়নি।”

তিনি জানান, যথাযথ নিয়ম মেনেই তাদের লাশ দাফন করা হবে।

এ পর্যন্ত সাতক্ষীরায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হল। এছাড়া এ জেলায় সোমবার পর্যন্ত ৭৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানান ডা. রফিকুল।