কোভিড-১৯: সুনামগঞ্জে শনাক্ত রোগী পাঁচশ ছাড়াল

সুনামগ‌ঞ্জে এক‌দি‌নে রেকর্ড ৯২ জনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ায় জেলায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৫২৫ জন।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 June 2020, 03:48 AM
Updated : 14 June 2020, 03:48 AM

সিভিল সার্জন ডা. শামস উদ্দিন জানান, ঢাকা ও সিলেটের ল্যাবে নমুনা পরীক্ষার যে ফলাফল শনিবার রা‌তে তাদের হাতে এসেছে, তাতে ৯২ জনের করোনাভাইরাস পজিটিভ এসেছে।

সুনামগঞ্জে এ পর্যন্ত শনাক্ত রোগীদের মধ্যে ১০০ জন সুস্থ হয়েছেন, মারা গে‌ছেন ৪ জন।

সিভিল সার্জন জানান, সুনামগঞ্জ থেকে ২৮২টি নমুনা ঢাকার ল্যা‌বে পাঠানো হয়েছিল। শনিবার রাতে যে ফলাফল এসেছে, তাতে নতুন ৩১ জনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে।

সি‌লে‌টের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়েছিল আরও ২০৩টি নমুনা। তার মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে ৬১ জন।

নতুন আক্রান্তদের মধ্যে ৩৪ জন সুনামগঞ্জ সদর উপজেলার, ৩০ জন ছাতক উপজেলার, ১৮ জন জামালগঞ্জ উপজেলার, ৪ জন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার, ২ জন বিশ্বম্ভরপুর উপজেলার, ২ জন তাহিরপুর উপজেলার এবং একজন শাল্লা উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন বলেন, “আজকে সুনামগঞ্জে রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত হয়েছে। তাদের নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হবে। এছাড়া তাদের সংস্পর্শে যাওয়া সকলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।”