কোভিড-১৯: নড়াইলে পুলিশসহ ৩ জন শনাক্ত

নড়াইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে দুই পুলিশসহ আরও তিনজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।   

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2020, 05:52 AM
Updated : 11 June 2020, 05:52 AM

এ নিয়ে জেলায় এ পর্যন্ত ১৪ জন হাইওয়ে পুলিশ সদস্য ও ৮ জন চিকিৎসকসহ মোট ৫০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে সিভিল সার্জন ডা. মো. আব্দুল মোমেন জানান।

নতুন আক্রান্তদের মধ্যে তুলারামপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের দু্ই এসআই ও  কালিয়া উপজেলার এক ব্যক্তি রয়েছেন।

সিভিল সার্জন বলেন, “আক্রান্ত পুলিশের দুই এসআইকে তুলারামপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পে এবং ওই ব্যক্তিকে নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে।”

ইতোপূর্বে তুলারামপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের আরও ১২ জন সদস্যের করোনাভাইরাস শনাক্ত হয়। পরে তাদের মধ্যে একজনকে নড়াইল ১২০ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড কোভিড হাসপাতালে ভর্তি এবং বাকিদেরও ক্যাম্পেই আইসোলেশনে রাখা হয় বলে জানান আব্দুল মোমেন।

তিনি বলেন, জেলায় এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত ৮ চিকিৎসকসহ ১৮ জন সুস্থ্ হয়েছেন এবং দুইজন মারা গেছেন।