রংপুরে কারখানা থেকে স্বর্ণ কারিগরের ঝুলন্ত লাশ উদ্ধার

রংপুরে এক অলঙ্কার কারখানা থেকে স্বর্ণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 June 2020, 01:09 PM
Updated : 10 June 2020, 01:09 PM

বুধবার সকালে রংপুর নগরীর নবাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয় সংলগ্ন সাগর জুয়ের্লাসের কারখানার একটি কক্ষ থেকে ওই শ্রমিকের গলায় ফাঁস মরদেহ উদ্ধার করা হয়।

প্রয়াত আনোয়ার হোসেন (৩৫) ওই কারখানায় ১৫ বছর ধরে কাজ করে আসছিলেন। নিউ জুম্মাপাড়া পাকার মাথা এলাকার মাসুম মিয়ার ছেলে তিনি।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আব্দুর রশীদ জানান, নিহত আনোয়ার হোসেন ১৫ বছর ধরে সাগর জুয়ের্লাসে কারিগর হিসেবে কাজ করে আসছিলেন।

“আমরা খবর পাওয়ার পর ঘটনাস্থালে এসে লাশ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।”

এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে একটি ইউডি মামলা করা হয়েছে।

এ ব্যাপারে নবাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আকবর আলী জানান, সকাল ১১টার দিকে ব্যবসায়ী সমিতির অফিস সহকারী আসলাম ফোন করে বলেন-‘সাগর জুয়েলার্সের কারিগর আনোয়ার হোসেন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে বিষয়টি পুলিশকে জানাই।

“তবে কেন কীভাবে গলায় ফাঁস দিয়েছে তা আমার জানা নাই।”

রংপুর মহানগর স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউল করিম জানান, নিহত আনোয়ার হোসেন ইউনিয়নের সাধারণ সদস্য ছিলেন। ইউনিয়নের পক্ষ কী কারণে এ ঘটনা ঘটল বের করতে পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে।