নড়াইলে একদিনে ১৬ জনের করোনাভাইরাস শনাক্ত

নড়াইলে একদিনে ১১ পুলিশ সদস্য ও এক ব্যাংকারসহ ১৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে; যাদের চারজন সম্প্রতি ঢাকা থেকে বাড়িতে বেড়াতে এসেছেন।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 June 2020, 05:14 AM
Updated : 9 June 2020, 05:14 AM

মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তারা শনাক্ত হন বলে জেলার সিভিল সার্জন মো. আবদুল মোমেন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আক্রান্তদের মধ্যে জেলার হাইওয়ে পুলিশের দুই এসআইসহ ১১ সদস্য ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নড়াইল শাখার একজন কর্মকর্তা রয়েছেন। পুলিশ সদস্যদের জেলার তুলারামপুর ফাঁড়িতে আর ব্যাংক কর্মকর্তাকে তার বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে।

সিভিল সার্জন বলেন, অন্য চারজন সম্প্রতি ঢাকা থেকে বাড়িতে বেড়াতে এসেছেন। তাদের সবার বাড়ি লোহাগড়া উপজেলায়। তাদের বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে।

এই নিয়ে জেলায় মোট ৪৭ জনের করোনাভাইরাস শনাক্ত হল। তাদের মধ্যে আট চিকিৎসকসহ ১৮ জন সুস্থ হয়েছেন। আর মারা গেছেন দুইজন।