করোনাভাইরাস: চাঁদপুরে আক্রান্ত ও উপসর্গে ৩ জনের মৃত্যু

চাঁদপুরে করোনাভাইরাস আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে দুইজন মারা গেছেন।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 June 2020, 12:57 PM
Updated : 7 June 2020, 12:57 PM

শনিবার ও রোববার সদর ও হাজীগঞ্জ উপজেলায় এই তিনজনের মৃত্যু হয় বলে পুলিশ ও জেলা স্বাস্থ্য বিভাগ জানিযেছে।

শনিবার রাত ১১টায় হাজীগঞ্জের বলাখাল গুরুচরণ বাড়িতে মারা যান ৪৫ বছর বয়সী এক ব্যক্তি।

রোববার সকাল ১০টার দিকে শহরের দক্ষিণ গুনরাজদীতে মারা যান ৬০ বছর বয়সী একজন এবং সদরের লক্ষ্মীপুর এলাকায় মারা যায় ৭০ বছর বয়সী এক পল্লি চিকিৎসক।

হাজীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রশিদ জানান, শনিবার রাতে করোনাবাইরাস উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন হাজীগঞ্জ পৌর এলাকার বলাখাল গুরুচরণ বাড়ীর একজন। রোববার সকালে নিজ এলকায় স্বাস্থ্যবিধি মেনে তার দাহ সম্পন্ন হয়েছে।

ডা সাজেদা বেগম সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজেদা বেগম জানান, শহরের দক্ষিণ গুনরাজদীতে ৬০ বছর বয়সী এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন আগে। ৪ জুন সকালে তার রিপোর্ট পজিটিভ আসে। বাড়িতেই তিনি চিকিৎসা নিচ্ছিলেন। রোববার সকালে তিনি মারা যান।

ডা. সাজেদা আরও জানান, সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের ৭০ বছর বয়সী এক পল্লি চিকিৎসক সকালে করোনাভাইরাস উপসর্গ নিয়ে মারা গেছেন।