প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কুরুচিপূর্ণ স্ট্যাটাস’, ব্রাহ্মণবাড়িয়ায় মামলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেইসবুকে ‘কুরুচিপূর্ণ স্ট্যাটাস’ দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়া এক তরুণের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 June 2020, 11:57 AM
Updated : 7 June 2020, 11:57 AM

কসবা থানার ওসি মো. লোকমান হোসেন জানান, মো.  মাঈন উদ্দিন সরকার (২২) নামে এক তরুণের বিরুদ্ধে শনিবার রাতে এই মামলা হয়।

মাঈন উদ্দিন উপজেলার কায়েমপুর গ্রামের ইয়াকুব আলী সরকারের ছেলে।

মামলাটি করেছেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কাউসার ভূঁইয়া।

মামলার এজাহারে বলা হয়েছে, “মাঈন ‘হক কথা তিতা লাগে’ শিরোনামে ফেইসবুকে গত ৩০ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন। এতে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।”

রাশেদুল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, “আওয়ামী লীগের একজন আদর্শিক কর্মী হিসেবে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে দেওয়া কুরুচিপূর্ণ পোস্টে আমি সংক্ষুব্ধ হয়েছি।

“দলীয় সভানেত্রীর সম্মানহানি আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। সেজন্যই মামলা দায়ের করেছি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি মো. লোকমান হোসেন।