বগুড়ায় সেচ্ছাসেবক লীগ নেতা হত্যা: প্রধান আসামি যুবলীগ নেতা

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ মিষ্টার হত্যা মামলায় যুবলীগ সহসভাপতি আলহাজ্ব শেখসহ ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 June 2020, 06:24 PM
Updated : 6 June 2020, 06:24 PM

শাহজাহানপুর থানার ওসি আজিম উদ্দীন  জানান, শনিবার মিষ্টারের বাবা আরমান হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলাটি গুরুত্বপূর্ণ হওয়ায় পুলিশ সুপার তদন্তের জন্য জেলা গোয়েন্দা পুলিশে হস্তান্তর করেছেন।

শুক্রবার শাকপালা মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় পেছন থেকে ধারালো অস্ত্রের আঘাতে মিষ্টারকে হত্যা করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি আসলাম আলী বলেন, “মামলা পাওয়ার পর তদন্ত এবং অভিযানে আছি।”

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্তবর্তী (মিডিয়া) জানান, মামলার প্রধান আসামি আলহাজ্ব শেখ।  

ওই ঘটনায় মামলার তিন নম্বর আসামি ফিরোজকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী এক রিকশা চালক জানান, শুক্রবার দুপুরে মিস্টার মসজিদে যাচ্ছিলেন। শাকপালা মোড়ে দুটি মোটরসাইকেল নিয়ে কয়েকজন লোক এসে মিস্টারকে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পলিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

হাসপাতালে নেওয়ার পরপরই তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।