বাড়তি যাত্রী: যশোরে ৫ বাসের বিরুদ্ধে মামলা

যশোরে করোনাভাইরাস রোধে স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত যাত্রী ওঠানোয় পাঁচটি বাসের বিরুদ্ধে মামলা হয়েছে।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2020, 01:43 PM
Updated : 2 June 2020, 01:43 PM

মঙ্গলবার সকালে শহরের চাঁচড়া মোড়, নিউ মার্কেট, মণিহার, মুড়লি মোড় ও পালবাড়ি এলাকায় ট্রাফিক ইনসপেক্টর শাখাওয়াত হোসেনের তত্ত্বাবধানে অভিযান চালিয়ে এ সব মামলা করা হয় বলে ট্রাফিক পুলিশ জানিয়েছে।

যশোরের ট্রাফিক পুলিশ পরিদর্শক শুভেন্দু কুমার মুনশি জানান, এ অভিযানকালে বাসে অতিরিক্ত যাত্রী তুলতে দেখা যায়। এ অভিযোগে পাঁচটি বাসের বিরুদ্ধে মামলা করেন সার্জেন্ট খায়রুল ইসলাম।

“অভিযানকালে যশোর থেকে উত্তরবঙ্গগামী এসআর পরিবহনের এক বাসের অনেক যাত্রীর মুখে মাস্ক ছিল না। ওই বাসের যাত্রীদের মাস্ক সরবরাহ করা হয়।”

২০১৮ সালের পরিবহন আইনে মামলাগুলো করে জেলা পুলিশের ট্রাফিক বিভাগ।

গত ২৬ মার্চ থেকে সরকারি নির্দেশে গণপরিবহন বন্ধ থাকার পর এ মাসের শুরুতে সরকারি স্বাস্থবিধি মেনে ফের চালু করার অনুমতি দেওয়া হয়।