এসএসসি: দিনাজপুরে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫

এবারের এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার গতবারের তুলনায় কমেছে, তবে বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2020, 05:50 PM
Updated : 31 May 2020, 05:50 PM

এ বোর্ডে এবার পাস করেছে ৮২ দশমিক ৭৩ শতাংশ শিক্ষার্থী, গত বছর যা ৮৪ দশমিক ১০ শতাংশ ছিল।

এবার জিপিএ ৫ পেয়েছে ১২ হাজার ৮৬ জন; গতবছর এসএসসিতে সর্বোচ্চ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ৯ হাজার ২৩ জন।

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার সারা দেশে ৮২ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৩৫ হাজার ৮৯৮ জন।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান রোববার বোর্ডের ফলাফলের বিস্তারিত প্রকাশ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ২০২০ সালের এসএসসি পরীক্ষায় এই বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮ জেলার ২ হাজার ৬৪৬টি স্কুল থেকে ১ লাখ ৯২ হাজার ৯৭৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ১ লাখ ৮৫ হাজার ৬৮৫ জন পাস করেছে।

পাসের হারে এবার ছাত্রীরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ প্রাপ্তিতে ছাত্ররা এগিয়ে।

ছাত্রীদের মধ্যে যেখানে পাসের হার ৮৪ দশমিক ৩২ শতাংশ, ছাত্রদের ৮১ দশমিক ২২ শতাংশ পাস করেছে।

পূর্ণাঙ্গ জিপিএ পাওয়া ১২ হাজার ৮৬ জন শিক্ষার্থীর মধ্যে ৬ হাজার ৩২৬ জন ছাত্র, ৫ হাজার ৭৬০জন ছাত্রী।