কক্সবাজারের পাহাড় থেকে এক লাখ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

কক্সবাজারের গহীন পাহাড়ে অভিযান চালিয়ে এক লাখ ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2020, 05:22 PM
Updated : 31 May 2020, 05:22 PM

রোববার বিকালে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকার গহীন পাহাড়ে এ অভিযান চালানো হয় বলে জানান র‍্যাব-৭ এর গণমাধ্যম সমন্বয়ক এএসপি মো. মাহমুদুল হাসান মামুন।

আটক আব্দুস সালাম ওরফে পুতিয়া মাঝি (৪০) টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকার মো. আবুল কাশেমের ছেলে।

র‍্যাব জানিয়েছে, আটক আব্দুস সালাম ওরফে পুতিয়া মাঝি একজন ‘চিহ্নিত মাদক ব্যবসায়ী।’ তার বিরুদ্ধে চট্টগ্রামের পটিয়া থানায় মাদক আইনে একটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে কক্সবাজার ও চট্টগ্রামে ইয়াবা পাচারে জড়িত।

র‍্যাবের এএসপি মাহমুদুল বলেন, রোববার ইয়াবার বড় একটি চালান পাচারের জন্য মাদক পাচারকারী চক্রের কয়েকজন সদস্য টেকনাফের হাবিরছড়ার গহীন পাহাড়ি এলাকায় অবস্থান করছে খবর পেয়ে র‍্যাব-৭ চট্টগ্রামের একটি দল অভিযান চালায়। এ সময় ঘটনাস্থলে র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারী চক্রের ৩/৪ জন সদস্য পালিয়ে গেলেও একজনকে আটক করতে সক্ষম হয়।

"আটক আব্দুস সালাম ওরফে পুতিয়া মাঝির সঙ্গে থাকা পলিথিন মোড়ানো একটি ব্যাগ তল্লাশি করে এক লাখ ইয়াবা পাওয়া যায়।"

র‍্যাবের এ কর্মকর্তা বলেন, "আটক আব্দুস সালাম ওরফে পুতিয়া মাঝি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে কক্সবাজার ও চট্টগ্রামে ইয়াবাপাচারে জড়িত। তার বিরুদ্ধে মাদক আইনে চট্টগ্রামের পটিয়া থানায় একটি মামলা রয়েছে।"

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করে হস্তান্তর করা হয়েছে বলে জানান এএসপি মাহমুদুল।