সাভারে দেড় কেজি হেরোইন উদ্ধার, দিনমজুর দম্পতি আটক

ঢাকার সাভারে দিনমজুর এক দম্পতিকে এক কেজি ৬শ’ গ্রাম হেরোইনসহ আটক করা হয়েছে।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2020, 05:18 PM
Updated : 28 May 2020, 05:18 PM

বৃহস্পতিবার সাভার বাজার বাসস্ট্যান্ডে মাদকের চালান সরবরাহ করার চেষ্টাকালে আটক করা হয় বলে জানায় র‌্যাব।

আটককৃতরা হলেন- চাপাঁইনবাবগঞ্জ জেলার সদর থানার চরবাগডাঙ্গা গ্রামের হযরত আলীর ছেলে শরীফুল ইসলাম ওরফে সবুজ (৩৮) এবং তার স্ত্রী নাজমা আক্তার (৩২)। সবুজ রাজমিস্ত্রীর এবং নাজমা পোশাক কারখানায় কাজ করেন।

তারা আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় অলিয়ার রহমানের ভাড়া বাড়িতে বসবাস করতেন বলে র‌্যাবকে জানিয়েছেন তারা।

র‌্যাব-২ এর এএসপি ফজলুল হক জানান, আটককৃতরা ভিন্ন পরিচয়ের আড়ালে কৌশলে মাদকের ব্যবসা করে আসছিলেন।

“বাসস্ট্যান্ডে মাদকের চালান সরবরাহ করার চেষ্টাকালে আটক করা হয়। তাদের তল্লাশি করে প্যাকেট ভর্তি ৭৭০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যে আশুলিয়ার ভাড়া বাসায় তল্লাশি করে আরও ৮৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় “

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হবে বলেও জানান এ কর্মকর্তা।