বাগেরহাটে ঘুড়ি ওড়ানো নিয়ে দ্বন্দ্ব: সংঘর্ষে একজন নিহত

বাগেরহাটে ঘুড়ি ওড়ানো নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2020, 08:08 AM
Updated : 28 May 2020, 08:08 AM

নিহত বাদশা সরদার (৪৫) জেলার মোল্লাহাট উপজেলার গাংনি রহমতপাড়া গ্রামের ছালেক সরদারের ছেলে।

মোল্লাহাট থানার ওসি কাজী গোলাম কবির স্থানীয়দের বরাতে জানান, ঈদের দিন বিকেলে এলাকার মাঠে  ঘুড়ি ওড়ানোর সময় দুই কিশোরের দ্বন্দ্ব বাধে। এর জেরে কিশোরদের অবিভাবকরা বুধবার সংঘর্ষে জড়ায়। এতে বাদশাসহ অন্তত ১৬ জন আহত হন। তাদের মধ্যে বাদশাকে স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহত অন্যদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।

ওসি বলেন, ঘটনার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। সংঘর্ষে জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।