গাজীপুরে কার উল্টে বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু

ঈদ উৎসবে ঘুরতে বেরিয়ে গাজীপুরে প্রাইভেট কার উল্টে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2020, 03:58 PM
Updated : 27 May 2020, 03:58 PM

কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়ার ভাঙ্গালগাঁওয়ে গাজীপুর-ইটাখোলা সড়কে মঙ্গলবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছে।

নিহত আকিবুল হক অমি (২৪) গাজীপুর মহানগরের পশ্চিম জয়দেবপুরের আনোয়ার হোসেনের ছেলে। ঢাকার নর্থ-সাউথ ইউনিভার্সিটির এমবিএ থার্ড সেমিস্টারের ছাত্র ছিলেন তিনি।

আহতরা হলেন শাকের (২৪) ও কান্তা (২৫)। তারা আকিবুল হক অমির বন্ধু।

কালীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মুহাম্মদ আলী জিন্নাহ বলেন, “প্রাইভেট কারে গাজীপুর থেকে নরসিংদীর দিকে যাওয়ার পথে জয়দেবপুর-ইটাখোলা সড়কের জাঙ্গালিয়ার ভাঙ্গালগাঁও মাস্টার বাড়ি এলাকায় পৌঁছালে মঙ্গলবার রাত ১০টার দিকে কারটি উল্টে যায়।

“এতে ওই গাড়িতে থাকা অমিসহ তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে অমির মৃত্যু হয়।”

নিহতের শ্বশুর গাজী আব্দুল্লাহ আল মামুন জানান, অমি ঢাকার নর্থ-সাউথ ইউনিভার্সিটিতে এমবিএ থার্ড সেমিস্টারের ছাত্র ছিলেন। দুই বন্ধু নিয়ে মঙ্গলবার বিকালে প্রাইভেট কারে করে অমি নরসিংদীর উদ্দেশ্যে ঘুরতে বের হয়।

রাতে ভাঙ্গালগাঁও মাস্টার বাড়ি এলাকায় সামনের চাকা ফেটে কারটি উল্টে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানান তিনি। 

আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত না করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।