‘১০ টাকার চাল আত্মসাৎ’: গাজীপুরে ইউপি সদস্যর সাজা

দরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল আত্মসাতের অভিযোগে গাজীপুরের এক ইউপি সদস্যকে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2020, 07:01 PM
Updated : 27 May 2020, 04:41 AM

মঙ্গলবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসমত আরা এ সাজা দেন।

সাজাপ্রাপ্ত বোরহান উদ্দিন (৩৫) রায়েদ ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। কারাদণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

ইউএনও ইসমত আরা জানান, মঙ্গলবার বিকালে বোরহান উদ্দিনের বাড়ি প্রায় ৬০ কেজি চাল এবং কার্ডগুলো জব্দ করা হয়েছে।

হতদরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উপকার ভোগীরা ১০ টাকা কেজি দরে প্রতিবার ৩০ কেজি করে চাল তোলেন জানিয়ে তিনি বলেন, “বোরহান উদ্দিন মেম্বার ছয় মাস ধরে স্থানীয় ছয় জনের নামে ১০ টাকা চালের কার্ড করে নিজের জিম্মায় রেখে ডিলারের কাছ থেকে চাল তুলে তা আত্মসাৎ করেছেন। এমন খবর পেয়ে মঙ্গলবার সরেজমিনে তদন্তে গিয়ে সত্যতা পাওয়া গেছে।”

যাদের নামে কার্ড ইস্যু হয়েছে তাদের কেউ কেউ জানেনও না তাদের নামে কার্ড আছে। আর যারা জানেন নানা অজুহাত দেখিয়ে তাদের কার্ড নিজের হেফাজতে রেখে দেন ওই মেম্বার বলে জানান তিনি।

“চাল কেনার সময় নিজে কিংবা অন্যকে দিয়ে উপকারভোগীদের নামের বিপরীতে স্বাক্ষর দিয়ে চাল আত্মসাত করেন তিনি।”

কাপাসিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, বোরহান উদ্দিনকে বুধবার কারাগারে পাঠানো হবে।