টাঙ্গাইলে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2020, 11:33 AM
Updated : 24 May 2020, 11:33 AM

রোববার দুপুরে টাঙ্গাইল শহরের বাইপাসে নগর জলফৈতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুঘর্টনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালক মো. আজিম উদ্দিন (৩৪) সিরাজগঞ্জের সরকার পাড়া গ্রামের মুশারফ হোসেনের ছেলে।

এছাড়া মোটরসাইকেলের দুই আরোহী সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলার কান্দিপাড়া গ্রামের রফিকুল ইসলাম (৫০) ও তার ছেলে মো. শাকিল (২২) আহত হন।

টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার এলেঙ্গা ফাড়ির ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, মোটরসাইকেল ভাড়া করে সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে ঢাকার জিরানী বাজার উদ্দেশ্যে রওনা হন বাবা ও ছেলে।

“মোটরসাইকেলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নগরজলফৈতে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা তিনজন গুরতর আহত হন।”

ফায়ার সার্ভিসের একটি দল তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।

টাঙ্গাইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শফিকুল ইসলাম সজীব জানান, সেখানে কর্তব্যরত ডাক্তার মোটরসাইকেলের চালক আ. আজিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় কান্দিপাড়া গ্রামের রফিকুল ইসলাম ও তার ছেলে মো. শাকিল ‘গুরুতর’ আহত হন। তবে তাদের অবস্থা অনেকটাই ভালো বলে জানান এ চিকিৎসক।