ফরিদপুরে আরও ২১ জনের করোনাভাইরাস শনাক্ত

ফরিদপুরে গত চব্বিশ ঘণ্টায় আরও ২১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসেআক্রান্তের সংখ্যা হলো ১৫১।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2020, 09:24 AM
Updated : 24 May 2020, 09:24 AM

শনিবার ফরিদপুর মেডিকেল কলেজ ল্যাব থেকে এ তথ্য পাওয়া গেছে বলে জানান সিভিল সার্জন সিদ্দীকুর রহমান।

সিভিল সার্জ বলেন, নতুন আক্রান্তদের মধ্যে ১৬ জন পুরুষ এবং পাঁচ জন নারী। এদের মধ্যে নয় জন ভাঙ্গার, আট জন সদরের, তিন জন বোয়ালমারীর এবং একজন আলফাডাঙ্গার।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, ফরিদপুর, ভাঙ্গা, বোয়ালমারী ও আলফাডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে যে ২১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের প্রত্যেকের বাড়ি বিচ্ছিন্ন করা হয়েছে। আক্রান্ত সকলের শারীরিক অবস্থা যাচাই করা হচ্ছে। শানাক্তদের বাড়িতে রেখে কিংবা শারীরিক অবস্থার অবনতি ঘটলে ফরিদপুরের করোনাভাইরাস ডেডিকেটেড হাসপাতালে স্থনান্তর করা হবে।