পটুয়াখালী পৌরসভার মেয়র আক্রান্ত

পটুয়াখালী পৌর সভার মেয়র মহিউদ্দিন আহমেদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2020, 06:07 AM
Updated : 22 May 2020, 06:07 AM

জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন জানান, বৃহস্পতিবার রাতে তার নমুনা পরীক্ষার রিপোর্টে করোনাভাইস পজেটিভ আসে।

এছাড়া জেলায় নতুন করে আরও ৫ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে পটুয়াখালীতে আক্রান্তের সংখ্যা ৪০ জনে দাঁড়াল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সিভিল সার্জন জানান, পটুয়াখালীতে গত ২৪ ঘণ্টায় পৌর মেয়রসহ ৬ জন আক্রান্ত হয়েছেন। বাকিদের মধ্যে পটুয়াখালী জেনারেল হাসপাতালের ২ জন, দুমকিতে ২ জন ও মির্জাগঞ্জে ১ জন রয়েছেন।
“আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ২৩ জন সম্পূর্ণ সুস্থ হয়ে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে গেছেন। আর তিন জন মারা গেছেন।”

বর্তমানে এদের মধ্যে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ১৪ জন ও ৫১০ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানান সিভিল সার্জন।