কোভিড-১৯: শেরপুরে ছেলের পর মা আক্রান্ত

শেরপুরে নতুন করে এক নারীর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, এর আগে তার ছেলের শরীরেও এ রোগ ধরা পড়ে।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2020, 08:20 AM
Updated : 20 May 2020, 08:20 AM

শেরপুরের জেলা সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ জানান, মঙ্গলবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮টি নমুনা পরীক্ষা করা হয়।ওই নারীর রিপোর্টে করোনাভাইরাস পজেটিভ আসে।

এনিয়ে শেরপুর জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৭ জনে দাঁড়াল। এর মধ্যে ৩১ জন সুস্থ হয়েছেন বলে জানান তিনি।    

কোভিড-১৯ শনাক্ত হওয়া ওই নারীর বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলার ইন্দিলপুর পূর্বপাড়া গ্রামে। তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়েছে।

সিভিল সার্জন বলেন, গত দুইদিন আগে ওই নারীর ছেলের করোনাভাইস সংক্রমণ ধরা পড়ে।তাদের বাড়িসহ আশেপাশের ১০টি বাড়ি অবরুদ্ধ করা হয়েছে।