জামালপুর পৌরে দোকানপাট বন্ধের নির্দেশ

স্বাস্থ্যবিধি না মানায় জামালপুর পৌরশহরে নিত্য প্রয়োজনীয় পণ্য ছাড়া সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2020, 04:40 PM
Updated : 18 May 2020, 04:40 PM

সোমবার রাতে এ গণবিজ্ঞপ্তি জারি করে উপজেলা প্রশাসন।

জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা ইয়াসমিন জানান, ঈদকে সামনে রেখে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য বাজার সামাজিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি মেনে গত ১০ মে খোলা রাখার সরকারি সিদ্ধান্ত হয়েছিল।

গত কয়েকদিন সরেজমিন ঘুরে দেখা গেছে জামালপুর পৌরসভার বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে ক্রেতা-বিক্রেতারা স্বাস্থবিধি মানছেন না। মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও মৃত্যুর ঝুঁকির কথা বিবেচনা করে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের জন্য মঙ্গলবার সকাল থেকে জামালপুর পৌরসভার সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

তবে নিত্য প্রয়োজনীয় পণ্য, কাঁচা বাজার, ওষুধের দোকান, শিশু খাদ্যের দোকান স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে।

অটোরিকশা, অটোভ্যান, সিএনজি চালিত অটোরিকশা চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।