শঙ্কায় পটুয়াখালীতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

পটুয়াখালীতে স্বাস্থ্য বিধি না মানায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2020, 04:51 PM
Updated : 17 May 2020, 04:51 PM

সোমবার থেকে পটুয়াখালী জেলার সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান অর্র্নির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।

রোববার সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মতিউল ইসলাম চৌধুরী এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান ও ঈদকে সামনে রেখে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রাখার শর্ত সাপেক্ষে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য বাজার খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
বিগত চার দিন পটুয়াখালী প্রশাসন সরোজমিনে মার্কেট ও শপিং-মলে স্বাস্থ্যবিধি মানায় ‘অবহেলা’ করা হয়েছে। তাই পটুয়াখালীর জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা ও মৃত্যুর কথা বিবেচনা করে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ১৮ মে থেকে সব ধরনের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান কাঁচাবাজার এবং ওষুধের দোকান এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।