গোপালগঞ্জে আরও দুই চিকিৎসকের কোভিড-১৯

গোপালগঞ্জে নতুন করে আরও দুই চিকিৎসকের কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2020, 09:27 AM
Updated : 13 May 2020, 06:07 PM

মঙ্গলবার রাতে এই প্রতিবেদন পাওয়া গেছে বলে জেলার সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, নতুন আক্রান্ত দুইজনই  গোপালগঞ্জ সদর হাসপতালের চিকিৎসক । এই নিয়ে এ জেলায় মোট ৬০ জনের করোনাভাইরাস শনাক্ত হল।

সিভিল সার্জন বলেন, আক্রান্তদের মধ্যে ৪১ জন সুস্থ হয়েছেন। অন্য ১৯ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতাল, কাশিয়ানী, মুকসুদপুর ও টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে মুকসুদপুর উপজেলায় রয়েছেন এক চিকিৎসক ও ১৮ পুলিশ সদস্যসহ ২০ জন, গোপালগঞ্জ সদর উপজেলায় এক চিকিৎসকসহ ১২ জন, কোটালীপাড়া উপজেলায় এক চিকিৎসক ও নার্সসহ তিনজন, কাশিয়ানী উপজেলায় ১১ জন ও টুঙ্গিপাড়া উপজেলায় ১৪ জন।