রংপুরে চিকিৎসকসহ আরও ৫ জন সুস্থ হলেন

রংপুরে করোনাভাইরাস আক্রান্ত আরও পাঁচ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2020, 01:18 PM
Updated : 12 May 2020, 01:18 PM

মঙ্গলবার তাদের ছাড়পত্র দেওয়া হয় বলে জানান ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল, রংপুরের তত্ত্বাবধায়ক এসএম নুরুন নবী।

তারা হলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ৪১ ও ৩০ বছর বয়সী দুই চিকিৎসক, ৩০ বছর বয়সী এক সেবিকা, মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩০ বছর বয়সী একজন স্বাস্থ্য সহকারী এবং গাইবান্ধার ৩৪ বছর বয়সী এক গৃহবধূ।

নুরুন নবী বলেন, তাদের শরীরে করোনাভাইরাসের উপসর্গ না থাকা এবং পরপর দুইবার নমুনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট পাওয়ায় মঙ্গলবার তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।

হাসপাতাল থেকে বিদায় নেওয়ার সময় হাসপাতালের তত্ত্বাবধায়কসহ চিকিৎসকরা তাদের ফুল ও চিঠি দিয়েছে শুভেচ্ছা জানান।

এ নিয়ে ১৪ জন এই হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরলেন বলে তত্ত্বাবধায়ক এসএম নুরুন নবী জানান। 

রংপুর সিভিল সার্জন হিরম্ব কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ নিয়ে মোট ১৪ জন এ হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে ফিরলেন। বর্তমানে হাসপাতালে ২৮ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।