কোভিড-১৯: নীলফামারীতে নারীর মৃত্যু

নীলফামারীর জলঢাকা উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।  

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 May 2020, 09:18 AM
Updated : 10 May 2020, 09:29 AM

৫০ বছর বয়সী ওই নারীর বাড়ি উপজেলার গোলমুণ্ডা ইউনিয়নের পূর্ব গোলমুণ্ডা গ্রামে। শনিবার রাতে বাড়িতে মারা যান তিনি।

জেলা স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে রোববার সকালে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয় বলে জলঢাকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. আবু হাসান মো. রেজওয়ানুল কবির জানান।

তিনি বলেন, “জ্বর, সর্দি ও কাশি নিয়ে গত ৫ মে জলঢাকা উপজেলা হাসপাতালে ভর্তি হন ওই নারী। পরদিন তার নমুনা সংগ্রহ করে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। এরপর ৮ মে তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয় স্বাস্থ্য বিভাগ। তবে তার শারীরিক অবস্থা ভালো থাকায় তাকে বাড়িতেই আইসোলেশনে রাখা হয়।”

ওই নারী দীর্ঘদিন থেকে তীব্র মাথা ব্যাথা ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। তবে মৃত্যুর আগে রক্তচাপ স্বাভাবিক ছিল বলে জানান রেজওয়ানুল।

নীলফামারীর সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মণ বলেন, “এ নিয়ে জেলায় দুইজন করোনাভাইরাসে মারা গেলেন। এর আগে গত ২৬ এপ্রিল কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। মৃত্যুর তার থেকে নমুনা পরীক্ষা করা হলে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।”

এছাড়া এখন পর্যন্ত জেলায় ৪০ জন আত্রান্ত হয়েছেন। আর ১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানান তিনি।