দিনাজপুরে চিনিকল শ্রমিকদের বকেয়া বেতন দাবিতে মানববন্ধন

দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকলের শ্রমিক-কর্মচারীরা বকেয়া বেতন-ভাতার দাবিতে মানববন্ধন করেছেন।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 May 2020, 08:47 AM
Updated : 10 May 2020, 08:47 AM

রোববার সকালে কারখানার প্রধান ফটকের সামনে তারা এই কর্মসূচি পালন করেন।

সেতাবগঞ্জ চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক ইলিয়াস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের ৯১০ জন শ্রমিক-কর্মচারী এ বছর জানুয়ারি থেকে কোনো বেতন-ভাতা পাচ্ছেন না।

তিনি বলেন, শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বারবার আবেদন করেও কোনো সুরাহা হয়নি। করোনাভাইরাস মহামারীর সময় তারা অন্য কাজ করতে না পেরে আরও সংকটে পড়েছেন। 

এ বিষয়ে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন বলেন, ১২ থেকে ১৩ কোটি টাকার চিনি অবিক্রিত থাকায় তারা বেতন-ভাতা পরিশোধ করতে পারছেন না। তবে ঈদের আগে পরিশোধ করার চেষ্টা চলছে।