গাজীপুর ফেরত তরুণের সংস্পর্শে পরিবারের ৫ সদস্য আক্রান্ত

গাজীপুর ফেরত এক তরুণের সংস্পর্শে তার পরিবারের পাঁচ সদস্যসহ লালমনিরহাটে আরও নয়জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2020, 10:04 AM
Updated : 8 May 2020, 10:04 AM

জেলার সিভিল সার্জন নির্মলেন্দু রায় জানান, বৃহস্পতিবার তারা এই নয়জনের প্রতিবেদন পেয়েছেন। তাদের মধ্যে আদিতমারী উপজেলার আটজন আর অন্যজন হলেন হাতীবান্ধা উপজেলার।

আদিতমারী উপজেলার আটজনের মধ্যে পাঁচজনই এক পরিবারের।

আদিতমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূর আরেফিন প্রধান কল্লোল বলেন, ১৮ বছরের এক তরুণ গাজীপুর থেকে আসার পর করোনাভাইরাস পরীক্ষায় তার পজিটিভ আসে। তার সংস্পর্শে আসা পরিবারের সদস্যদের পরীক্ষা করা হলে পাঁচজনের পজিটিভ আসে। পাঁচ সদস্যের বয়স ১৪ থেকে ৬৫ বছর। তাদের বাড়ি উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নে।

স্বাস্থ্য কর্মকর্তা বলেন, গাজীপুর ফেরত তরুণকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তিনি সুস্থ হবার পথে। এই তরুণের সংস্পর্শে এসে স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্টাফ নার্স (৪৬) এবং আরেকজন স্বাস্থ্যকর্মীও (৩০) আক্রান্ত হয়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে একজন (২৬) সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে এসেছেন বলে তিনি জানান।

সিভিল সার্জন বলেন, এ জেলায় এখন পর্যন্ত মোট ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের দুইজন সুস্থ হয়ে ফিরে গেছেন।