করোনাভাইরাস: দিনাজপুরে আরও ৭ জন শনাক্ত

দিনাজপুরে নতুন করে আরও সাত জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ২৯ জনে দাঁড়াল।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2020, 04:07 PM
Updated : 5 May 2020, 04:07 PM

মঙ্গলবার সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।

আক্রান্তের মধ্যে কাহারোল ও পার্বতীপুর উপজেলায় তিনজন করে ও নাববগঞ্জ উপজেলায় একজন রয়েছেন।

সিভিল সার্জন বলেন, “মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে ওই সাতজনের কোভিড-১৯ আক্রান্ত রিপোর্ট তারা পেয়েছেন। এদের একজন ছাড়া সবাই নারায়ণগঞ্জ থেকে এসেছেন।

“এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৯ জনে দাঁড়াল।এর মধ্যে সঞ্জয় দেব নামে একজন গত ১ মে মারা যাওয়ার পর তার নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়।” 

এদিকে আক্রান্তদের মধ্যে চারজন সুস্থ হওয়ায় মঙ্গলবার স্বাস্থ্য বিভাগ থেকে তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। এরা সবাই হোম কোয়ারেন্টিনে ছিলেন বলে সিভিল সার্জন জানান।