কোভিড-১৯: বান্দরবানে শনাক্ত আরও ৩

বান্দরবানে আরও তিন জন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে; এ নিয়ে জেলায় আক্রান্ত সংখ্যা দাঁড়াল আট জনে।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2020, 01:48 PM
Updated : 30 April 2020, 01:49 PM

বৃহস্পতিবার কক্সবাজার মেডিকেল কলেজে পিসিআর ল্যাবে ১২০ জনের নমুনা পরীক্ষায় বান্দরবানের এ তিনজনের শরীরে কোভিড-১৯ পজেটিভ ধরা পড়ে জানিয়েছেন অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া।

আক্রান্তদের মধ্যে তিন জন বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা।

বান্দরবানে লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি তিন উপজেলা কক্সবাজার জেলার পাশে হওয়ায় কক্সাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাফর মো ছলিম জানান, সদর ইউনিয়নে কম্বনিয়া গ্রামের ২৬ এপ্রিল একজনের শরীরে করোনাভাইরাস পজেটিভ পাওয়া যায়। তার সংস্পর্শে আসা কয়েকজনের নমুনা পরীক্ষার জন্য পাঠালে তিনজনের পজেটিভ ধরা পড়ে।

“আক্রান্তদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়েছে। আক্রান্তদের বাড়িসহ এ এলাকার ১৭টি বাড়ি লকডাউন করা হয়েছে।”

এ নিয়ে জেলার আটজন আক্রান্তদের মধ্যে নাইক্ষ্যংছড়ি পাঁচজন, থানচি দুইজন এবং লামা উপজেলার একজন রয়েছে বলে জানান সিভিল সিভিল সার্জন ডা. অংসুইপ্রু মারমা।