কাপ্তাই হ্রদে বন্ধ হচ্ছে মাছ ধরা

প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করে মৎস্যসম্পদ বৃদ্ধির প্রক্রিয়ায় রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে তিন মাসের জন্য মাছ ধরা বন্ধ হচ্ছে।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2020, 09:51 AM
Updated : 30 April 2020, 01:57 PM

রাঙ্গামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ জানান, কার্পজাতীয় মাছের বংশবৃদ্ধি, হ্রদে অবমুক্ত করা পোনার সুষ্ঠু বৃদ্ধি ও মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার মধ্যরাত থেকে আগামী তিন মাস এখানে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। স্থানীয় বরফ কলগুলোও এ সময় বন্ধ থাকবে।

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকার করছে জেলেরা; প্রাকৃতিক প্রজনন ও মৎস্যসম্পদ বাড়াতে বৃহস্পতিবার মধ্যরাত থেকে আগামী তিন মাসের জন্য এই লেকে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।

মাছ শিকার বন্ধে নৌপুলিশের পাশাপাশি জেলা প্রশাসনের কর্মকর্তারা কাজ করবেন। এ সময় কেউ হ্রদে মাছ ধরলে তাকে সাজা পেতে হবে।

জেলা প্রশাসক বলেন, এ সময় মাছ শিকার বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। মাছ ধরা বন্ধ থাকার সময় জেলেদের নির্ধারিত ভিজিএফ কার্ডের মাধ্যমে সহায়তা দেওয়া হয়। তবে ভিজিএফ কার্ডের জন্য এখনও বরাদ্ধ না আসায় তাদের অন্য ত্রাণ তহবিল থেকে সহায়তা দেওয়া হবে।

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকার করছে জেলেরা; প্রাকৃতিক প্রজনন ও মৎস্যসম্পদ বাড়াতে বৃহস্পতিবার মধ্যরাত থেকে আগামী তিন মাসের জন্য এই লেকে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন রাঙ্গামাটির ব্যবস্থাপক লেফটেন্যান্ট কমান্ডার তৌহিদুল ইসলাম জানান, এ বছর আট হাজার ৫০৪ মেট্রিকটন মাছ পাওয়া গেছে এই হ্রদ থেকে।