সাভারে গণপরিবহন চালুর দাবিতে বিক্ষোভ

ঢাকার সাভার উপজেলায় গণপরিবহন চালুর দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন পরিবহন শ্রমিকরা।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2020, 10:09 AM
Updated : 28 April 2020, 10:09 AM

মঙ্গলবার সকালে তারা সাভার থানা বাসস্ট্যান্ডে অবস্থান নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ দেখান। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়।

বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া অত্যন্ত ছোঁয়াচে কোভিড-১৯ থেকে রক্ষা পাওয়ার জন্য পরস্পর থেকে দূরে থাকতে বলছেন বিশেষজ্ঞরা জানাচ্ছেন।

অন্য অনেক দেশের মত বাংলাদেশ সরকারও গত ২৫ মার্চ থেকে প্রায় সবকিছু বন্ধ করে সবাইকে ঘরে থাকতে বলেছে। অনেক জেলা থেকে বের হওয়া এবং ঢোকাও নিষিদ্ধ করা হয়েছে।

এই পরিস্থিতিতে বন্ধ রয়েছে দেশের গণপরিবহনও। বেকার হয়ে পড়েছেন অন্য অনেক পেশাজীবীর মত পরিবহন শ্রমিকরাও।

বিক্ষোভে অংশ নেওয়া আব্দুর রহিম নামে একজন শ্রমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিবহন বন্ধ থাকায় আমাদের আয়-রোজগারও বন্ধ হয়ে গেছে।

“মানবেতর দিন কাটছে পরিবহন শ্রমিকদের। একে তো ঘরে খাবার নেই, নেই ত্রাণ সহায়তাও, তারপর আবার বাড়ির মালিকরা ভাড়ার জন্য চাপ দিচ্ছে। ফলে রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় নেই।”

শ্রমিকদের অভিযোগ, তাদের ঘরে খাবার নেই। তারা বাড়ি ভাড়া দিতে পারছেন না।

সাভার থানার পরিদর্শক (অপারেশন) মো. জাকারিয়া হোসেন বলেন, “পুলিশ গিয়ে পরিবহন শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছে। পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা করে তাদের বিষয়ে সমাধান করা হবে।”