যশোরে স্বাস্থ্য সহকারীসহ ৪ জন আক্রান্ত

যশোরের ঝিকরগাছা উপজেলায় দুইজন স্বাস্থ্য সহকারীসহ চারজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধর পড়েছে।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2020, 11:15 AM
Updated : 25 April 2020, 11:15 AM

শনিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

আক্রান্তরা হলেন- ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর দুই নমুনা সংগ্রহকারী, মোবারকপুর গ্রামের এক গৃহবধূ (৬০) ও বামনআলী গ্রামের এক তরুণী (২০)। সে গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করে।

গত ২৩ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়। শনিবার সকালে এ পরীক্ষার রিপোর্ট আসে।

ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাশিদুল আলম বলেন, “গত ২২ এপ্রিল ওই তরুণী হাসপাতালে চিকিৎসা নিতে যায়। সেখানে ল্যাবে তার নমুনা সংগ্রহ করা হয়। আক্রান্তরা সকলেই সুস্থ আছেন। তাদের নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদার জানান, আক্রান্তদের আইসোলেশনে থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।